হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা-কসমেটিকস জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৭ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এ তথ্য জানান।

বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি টহলদল বুধবার মাধবপুর উপজেলার সীমান্ত পিলার ১৯৮৩/এম থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট মহাসড়কে জগদীশপুর নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালামাল বোঝাই একটি ট্রাক টহল দলের কাছে পৌছলে ট্রাকটি থামার জন্য সিগন্যাল দেয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে আটক ট্রাকটি তল্লাশি করে ভারতীয় জিরা ২ হাজার ৩২৫ কেজি ও বিভিন্ন প্রকার উন্নত মানের কসমেটিকস ৪৮ হাজার ৯০২ পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।