মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বিএসএফের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
ভারত সীমান্তবর্তী ফেনীর মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বাধা দিচ্ছে বিএসএফ

ভারত সীমান্তবর্তী ফেনীর মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বাধা দিচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কৃষকরা গত এক সপ্তাহ ধরে চেষ্টা করেও জমি চাষাবাদের জন্য পাম্প চালু করতে পারেননি।

জেলার পরশুরামের মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষকরা জানান, পূর্ব ও পশ্চিম নিজকালিকাপুর এলাকার চাষিরা ‘আদর্শ জনকল্যাণ সমিতি’র অধীনে প্রায় ৭০ একর জমিতে গত ৫০ বছর ধরে মুহুরী নদীর পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে চাষাবাদের জন্য সমিতির পক্ষ থেকে মুহুরী নদীতে পানির পাম্প বসানোর চেষ্টা করলে বিএসএফ বাঁধা দেয়। স্থানীয় কৃষকরা বিষয়টি নিজকালিকাপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের জানান।

সমিতির ম্যানেজার আবদুল মালেক বলেন, পূর্ব নিজকালিকাপুর এলাকার বাসিন্দারা গত ৫০ বছর ধরে মুহুরী নদীতে পাম্প বসিয়ে নদীর পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে নদীতে পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফের সঙ্গে কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।