সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, দুপুরে মারুফসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় যায়। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া মারুফকে গুলি করে। এসময় তার সঙ্গে থাকা অন্য যুবকরা আহত অবস্থায় মারুফকে দেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহল দল বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানিয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠানো হয়। প্রতিবাদ লিপিতে অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

আহমেদ জামিল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।