স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রশ্ন রেখে বলেছেন, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এ দেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজ ও দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজ ও দখলদারদের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমাদের মা-বোনেরা ইজ্জতের সঙ্গে গৃহে ও বাইরে সব জায়গায় চলতে পারবে। যে সমাজে যোগ্যতা অনুযায়ী যুবকরা কাজ করতে চান, সেই সমাজ আমরা হাতে হাত রেখে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, ‘এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই, যেন ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে না হয়। বরং আদালত দায়িত্ব নিয়ে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেবে; সেই সমাজ গড়তে চাই। মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সাম্যের দিক থেকে, ন্যায়বিচারের দিক থেকে একটি দেশ ও জাতি গঠন না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আজম হাদি, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।

মো. আরিফুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।