সিরাজগঞ্জে শুল্কমুক্ত সুবিধায় আনা ৭৫ কার্টন সুতা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে শুল্কমুক্ত সুবিধায় আনা ৭৫ কার্টন এসটি গোল্ড নামের সুতা জব্দ করেছে পুলিশ। যা তদন্ত সাপেক্ষে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ফৌজদারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সূবর্ণসাড়া এলাকা থেকে এই সুতা জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করে বিদেশে রপ্তানির পরিবর্তে অবৈধভাবে কয়েকটি চক্র দীর্ঘদিন যাবত বেলকুচিতে এই সুতাগুলো অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে ও তাঁতশিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বেলকুচি একটি তাঁতশিল্প এলাকা। আমরা এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সুতার একটি কাভার্ডভ্যান সূবর্ণসাড়ায় প্রবেশ করেছে। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৭৫ কার্টন সুতা জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়। প্রত্যেক কার্টনে ৪৫ থেকে ৪৮ কেজি সুতা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে জিজ্ঞাসা করা হলে তিনি এই সুতার কোনো মালিকের নাম বলতে পারেননি। তবে তিনি চট্টগ্রাম থেকে এই সুতাগুলো বেলকুচিতে ভাড়ায় এনেছিলেন বলে উল্লেখ করেন। বর্তমানে সুতা ও কাভার্ডভ্যানটি থানায় রয়েছে বলে জানান ওসি।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।