টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে একটি মার্কেটের সামনে পড়ে থাকা টিনের কৌটাসদৃশ একটি বস্তুতে লাথি মারার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার কড়ুইগাছি বাজারের রোকন আলীর মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মার্কেটের মালিক রোকন আলীর ভাষ্য, বাজারে আমার মার্কেট সংলগ্ন দোতলা বাড়ি। মার্কেটে একটি রুম আমি ট্রাভেল এজেন্সির অফিস হিসেবে ব্যবহার করি। অপর দুটি দোকান হিসেবে ভাড়ায় দেওয়া হয়েছে। আজ সকালে দিকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাস না বুঝে টিনের কৌটা ভেবে সেটিতে লাথি মারে। লাথি মারার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হননি।

ভাড়াটিয়া ধীরেন দাস বলেন, ‘সকালে দোকান খুলে প্রতিদিনের মতো ঝাড়ু দিয়ে বাইরের অংশ পরিষ্কার করতে যাই। এসময় লাল টেপ দিয়ে মোড়ানো একটা টিনের কৌটা দেখতে পাই। আমি বুঝতে না পেরে সেটিতে লাথি দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোমাটি কে বা কারা রেখেছিলেন তা শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।

এর আগে গত ৪ নভেম্বর সকালে কড়ুইগাছি গ্রামের শ্রমিকলীগের রাইপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন ইসলামের বাড়ি থেকে দুটি হাতবোমা ও মরদেহ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়। পরপর দুই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আসিফ ইকবাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।