এক মাস বন্ধ মেরিন ড্রাইভের রেজুখাল সেতু
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পুরাতন রেজুখাল বেইলি সেতুর মেরামত কাজ শুরু হচ্ছে। এ কারণে বুধবার (২৫ ডিসেম্বর) থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেতুর ওপর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময়ে যানবাহনসহ সাধারণ জনগণকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজ কক্সবাজার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় সেতুর মেরামত কাজের মাধ্যমে কক্সবাজার-টেকনাফ সড়কের যানবাহন চলাচল আরও উন্নত এবং নিরাপদ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা এবং সুবিধার জন্য সরকার সড়ক যোগাযোগের বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। এ সেতু বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ এবং সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই সড়ক ব্যবহারকারীদের প্রতি অনুরোধ, সেতুর মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারে আন্তরিক হোন।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস