সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে দুই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে একলাখ টাকা জব্দ করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার জিগাতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়।

আটককরা হলো- বিশ্বম্ভরপুরের শিলডোয়ার গ্রামের মো. কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৪) ও রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক (২৫)।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জাগো নিউজকে বলেন, ভোর সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত পিলার ১২১০/৪-এস এর জিগাতলা নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। সম্ভবত তারা চোরাকারবারিতে যুক্ত।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে। আটকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।