জাহাজে ৭ খুন
শেষ কর্মদিবসই জীবনের শেষ দিন হলো মাস্টার কিবরিয়ার
শেষ কর্মদিবসে হত্যাকাণ্ডের শিকার হলেন চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজ এমভি আল বাকেরার মাস্টার গোলাম কিবরিয়া (৬২)। সোমবার (২৩ ডিসেম্বর) কাজ শেষে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য বাড়ি ফেরার কথা ছিল তার। তার সঙ্গে খুন হন তার ভাগনেসহ সাতজন। এ নিয়ে তাদের পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ৪০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন জাহাজে চাকরি করতেন ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোয়াইর গ্রামের গোলাম কিবরিয়া। সর্বশেষ তিনি এমবি আল বাকেরার মাস্টার ছিলেন।
ওই দিন জাহাজের মালামাল খালাস করে বাড়িতে ফিরবেন বলে স্বজনদের বলেছিলেন তিনি। বাড়ি এসে১০ জানুয়ারি বড় মেয়ে হাবিবা আক্তারের বিয়ের কেনাকাটা করবেন। কিন্তু কিছু হলো না। পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তিকে হারিয়ে নির্বাক পরিবারের সবাই।
প্রতিবেশী মোজাহিদুল রহমান জানান, কিবরিয়া হত্যার ঘটনার রহস্য উদঘাটনসহ সুষ্ঠু বিচার দাবি করি। আমাদের কাছে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
কিবরিয়ার ভাই সিরাজ বিশ্বাস জানান, ওই দিনই ছিল তার চাকরির জীবনের শেষ দিন। আগের দিন মোবাইল বলে ছিলেন কাজ শেষে বাড়ি চলে আসবেন। বাড়ি এসে বিয়ের সদাই-পাতি করে ধুমধাম করে মেয়েকে বিয়ে দিবেন। কিন্তু কী হয়ে গেলো।
এর আগে সোমবার দুপুরে মেঘনা নদীর নদীর ঈশানবালা এলাকায় নোঙর করা সারবোঝাই জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এসময় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস