টেকনাফে বাস থেকে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফে পালকি পরিবহনের একটি বাস থেকে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং চেকপোস্ট থেকে হেরোইনগুলো জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সকাল থেকে চেকপোস্ট বসায় বিজিবি। দুপুরে টেকনাফগামী পালকি পরিবহনের একটি বাস তল্লাশি করে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।