লাখ টাকা চাঁদা না দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
আহত জামায়াত নেতা আবুল কালাম আজাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা মােহাম্মদ আলীর ভাই জাফরের নেতৃত্ব এই হামলা হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি। তার ওপর হামলার প্রতিবাদে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর বাজারে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

আহত আবুল কালাম আজাদের ভাষ্যমতে, রোববার দিনগত রাত ৩টার দিকে পৌরসভার হাসান গোমস্তা এলাকায় আবুল কালামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের মুরগির খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে একটি পিকআপভ্যান। এসময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে মুরগিসহ পিকআপভ্যানটি আটকে দেয়। এসময় তারা চালককে মারধর করেন। এসময় আবুল কালাম প্রতিবাদ করলে তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঢেবারপাড় এলাকার ঘাটের কাছে নিয়ে ডান পা ও ডান হাতে কোপ দেন। একপর্যায়ে মৃত ভেবে ফেলে চলে যান তারা। পরে স্থানীয় এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জাফরের মোবাইলফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হামলায় জামায়াত নেতা আহত হওয়ার খবর শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।