ভিডিও ভাইরাল

অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
মাইক ভাড়া করে চোরকে উদ্দেশ করে গালিগালাজ করেন অটোরিকশার চালক/ছবি-ভিডিও থেকে নেওয়া

অভাবের সংসার। অটোরিকশা চালিয়ে কোনোরকম পরিবারের সদস্যদের মুখে আহার তুলে দেন। উপার্জনের একমাত্র মাধ্যম সেই অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় পড়েছেন বিপাকে। এ অবস্থায় গভীর কষ্ট থেকে মাইক ভাড়া করে চোরকে উদ্দেশ করে গালিগালাজ করেছেন অটোরিকশার চালক।

সোমবার (২৩ ডিসেম্বর) এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়।

ভুক্তভোগী অটোচালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী হৃদয় মিয়া বলেন, ‘আমার সংসারে তিন ছেলেমেয়েসহ সাতজন সদস্য। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। শনিবার (২১ ডিসেম্বর) রাতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। তারপর থেকে খোঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কীভাবে কী করবো বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।’

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ব্যাটারি উদ্ধারে ওই ব্যক্তিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন বলেন, ‘কোনো কিছু চুরি হলে তা অবশ্যই দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এই কাজটা করেছে।’

রাজীবুল হাসান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।