সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ ২৬ চাঁদাবাজ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ জব্দ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ ২৬ চাঁদাবাজ গ্রেফতার

আইএসপিআর জানায়, গত ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

অভিযানে মোট ২৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক কারবারি, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। অভিযানের সময় গ্রেফতার হওয়া অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ জব্দ করা হয়।

সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ ২৬ চাঁদাবাজ গ্রেফতার

অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।