এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না: আব্দুস সালাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না। বাইরের কিছু দেশ চায় বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। এ দেশের মানুষ ভালো থাক সেটি তারা চায় না।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না: আব্দুস সালাম

আব্দুস সালাম আরও বলেন, দেশে যখনই ভোট হোক না কেন, বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে এ দেশের সাধারণ জনগণ। ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই। তারা দেশকে নরকে পরিণত করেছিল। এ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। এজন্য এতদিন ভারত তাদের ভোট বিহীন ক্ষমতায় বসিয়েছিল।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম ও ওবায়দুর রহমান চন্দন।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।