যশোর আদালতে আ’লীগের পক্ষে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
যশোর আদালতে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে এসে যশোর আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেন বিএনপিপন্থি আইনজীবীসহ নেতাকর্মীরা।

আদালত সূত্র জানায়, রোববার (২২ ডিসেম্বর) পৃথক তিনটি নাশকতার মামলায় যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে বিচারক ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আদালত থেকে প্রিজনভ্যানে ওঠানোর সময় পর্যন্ত ‘জয় বাংলা, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের। ওইসময় আদালত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর প্রতিবাদে সোমবার মাঠে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুরে তারা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তাদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেন বিএনপিপন্থি আইনজীবীসহ নেতাকর্মীরা।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার, সাবধান’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, নাশকতার মামলায় যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। যারা জামিনযোগ্য, তাদের বিচারক জামিন দিয়েছেন। এ নিয়ে যারা আদালত চত্বরে বিশৃঙ্খলা করেছেন বা করছেন তাদের আইনের আওতায় আনতে হবে।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।