১৮ ঘণ্টা পর মাওয়ায় ফেরি চলাচল শুরু
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পদ্মানদীতে প্রবল ঢেউয়ের কারণে ১৮ ঘণ্টা বন্ধা থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তপক্ষ কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল বাতেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার বিকেল তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।
তিনি জানান, ১৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে মাওয়া-কাওরাকান্দি ফেরিঘাটের দুইধারে যানজটের সৃষ্টি হয়। এখন ফেরি চলাচল শুরু হলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
তবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।