মেঘনায় সারবোঝাই জাহাজে ৫ জনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নদীর ঈশানবালা এলাকায় থেমে থাকা জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

অন্য জাহাজের একাধিক স্টাফ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সারবোঝাই এমভি আল বাকেরা। জাহাজটি চাঁদপুর নৌ সীমানায় গেলে রোববার রাতে ডাকাতরা অতর্কিত হামলা চালায়। পৃথক স্টাফ রুমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করে ডাকাতরা।

নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পাঁচটি মরদেহ বিভিন্ন রুমে পড়েছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।