তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট বিতরণ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:০১ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪
মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট

রংপুরে তথ্য মেলায় সরকারি চারটি দফতরের স্টলে মুজিববর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মেলা প্রাঙ্গণে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে ওই স্টলগুলো থেকে লিফলেটগুলো সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে জেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তথ্য মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দফতর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট রাখা হয়। মেলা উদ্বোধনের পর তা দর্শনার্থীদের হাতে হাতে ছড়িয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাণী প্রচার করে জুলাই গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের স্টলের দায়িত্বপ্রাপ্ত ও পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী বলেন, ভুলবশত এসব লিফলেট আনা হয়েছে।

বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক বলেন, বিষয়টি জানার পর আমরা সরিয়ে ফেলেছি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল মেলায় উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি জানার পর সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিতু কবীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।