যখনই নির্বাচন দেন না কেন, বিএনপি ক্ষমতায় আসবে: সালাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভাষ্য- বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্টের সব আন্দোলনকারী দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে। কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে।

কাউন্সিলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।