বিএনপি অফিস ভাঙচুর, গ্রেফতার আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহেল কবির ফারুকে (৫০) গ্রেফতার করছে পুলিশ। তিনি সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফুলবাড়ী গ্রামের মৃত নওশা সরকারের (নওশা বিডিআর) ছেলে।

পুলিশ জানায়, ১৯ জুলাই জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ২৬ অগাস্ট যুবদল নেতা রফিক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। সেই মামলায় শহিদুল্লাহেল কবির ফারুক এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতা থানায় আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

এ এইচ শামীম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।