দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (২৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে দেশটির ইমপ্লুজি এলাকার গভা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার হরিহরপুরে। তিনি দক্ষিণ আফ্রিকায় গভা সুপার মার্কেটে একটি দোকানে কাজ করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান আমজাদ। সেখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন তিনি। শনিবার রাতে দোকানে তাকে একা পেয়ে গুলি করে খুন করা হয়।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও ব্যবসায়ী মো. আবদুল হক জানান, শনিবার রাত দেড়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানে আমজাদকে গুলি করে হত্যা করা হয়। তবে দোকান থেকে কোনো টাকা-পয়সা নিয়ে যায়নি। আমজাদের মরদেহের ময়নাতদন্ত শেষে হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠাতে কয়েকদিন সময় লাগবে।

মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমজাদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর শুনেছি। খুবই দুঃখজনক।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।