নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪

শরণার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলে স্বদেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন রোহিঙ্গারা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে এক সমাবেশ এ কথা বলা হয়।

রোহিঙ্গা নেতা জুবায়ের বলেন, দুপুরের দিকে ৯ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা আরকান রোহিঙ্গা ইউথ ফোরামের উদ্যোগে রোহিঙ্গা যুবক, শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ হয়। সেখানে আমাদের দাবি ছিল রোহিঙ্গা ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সম্প্রতি মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির শক্তিশালী অবস্থানের বিষয়ে কথা বলা হয়। সেই সঙ্গে মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা করেছিল তার ন্যায়বিচার, রোহিঙ্গা জনগণের নাগরিক অধিকার এবং প্রত্যাবাসনের বিষয়ে কথা হয়।

তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো নিশ্চিত করা হলে আমরা স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমার চলে যেতে চাই।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন রোহিঙ্গাদের সমাবেশের কথা নিশ্চিত করেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সমাবেশটি শেষ হয়েছে বলে জানান।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।