ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪

সময় টিভির ঢাকা অফিসের রিপোর্টার আলতাফ হোসেনের ৯ মাসের শিশুকন্যা আলিজা খাতুন নাটোরের বড়াইগ্রামে নিজের বাড়িতে আগুনে পুড়ে মারা গেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার শিমুলতলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রাতে আগুন লেগে বাড়ির ৪টি রুম পুড়ে যায়। এসময় সেখানেই পুড়ে মারা যায় শিশুটি। এরমধ্যে শিশুর মা আগুনের মধ্যেই মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। এতে তিনি আহত হন।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা পুড়ে মারা যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।