দৌলতদিয়ায় ৭ ব্যারেল জ্বালানি তেলসহ দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৭ ব্যারেল ডিজেলসহ (জ্বালানি) চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন।

গ্রেফতাররা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) ও নাছির সরদারের পাড়া গ্রামের মো. আব্দুস সাত্তার ব্যাপারীর ছেলে মো. হাবিল ব্যাপারী (৩২)।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার, ৭ ব্যারেল ডিজেলসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তারা তেল কেনার কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। উদ্ধার হওয়া ৭ ব্যারেলের প্রতিটিতে ২০০ লিটার করে মোট ১ হাজার ৪০০ লিটার ডিজেল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব তেল ড্রেজার কিংবা বাল্কহেড বা অন্য কোনো নৌযানের হয়ে থাকতে পারে।

রুবেলুর রহমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।