কুমিল্লায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা দেড় লাখ
কুমিল্লায় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে বিসিক শিল্প নগরীর মেসার্স এস এস ফুড-এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসটিআই সূত্র জানায়, কুমিল্লা বিসিক শিল্প নগরীর মেসার্স এস এস ফুড নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুণগতমান যাচাই না করে এবং কোনো প্রকার অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং বাজারজাত করছিল। শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
এসময় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় বিএসটিআই আইনে ৮০ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকাসহ মোট এক লাখ ৫০ হাজার জরিমানা করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তমাল সাহাকে (৩২) কারখানার যথাযথ সংস্কারপূর্বক মিষ্টি উৎপাদনের উপযোগী অবকাঠামো নির্মাণ করে দ্রুত বিএসটিআইয়ের অনুমোদন নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ। এসময় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম