‘এবার শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৮ এএম, ২১ ডিসেম্বর ২০২৪
কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরায় কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাবিব উন নবী সোহেল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, ‘দেশে দুর্নীতি করে বাপের নাম ডুবিয়ে ভারতে পালিয়েছেন সুন্দরী শেখ হাসিনা। নামের তাৎপর্য সুন্দর হলেও তার কাজ সুন্দর ছিল না। তিনি কুমিল্লা নাম নিয়েও তাল বাহানা করেছিলেন। এবার শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী সোহেল বলেন, অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শিগগিরই একটি নির্বাচনের ব্যবস্থা করে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের জনগণ যেই মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরে পাবে নির্বাচনের মাধ্যমে। যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিল সেই গণতন্ত্র তারা ফিরে পাবে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোস্তফা জামান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।