চাঁদপুরে পাঁচতলা থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৪

চাঁদপুর শহরের মমিনপাড়ায় নব-নির্মিত পাঁচতলা ভবন থেকে ছিটকে পড়ে মোস্তফা কামাল (৫৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ভবনের আস্তরের কাজ করতে গিয়ে ওপর থেকে মাছা ভেঙে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

নির্মাণ শ্রমিক মোস্তফা কামাল শহরের জামতলা এলাকার ভুঁইয়া বাড়ির বাসিন্দা। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার।

তার ভাতিজা ছোবহান ও ছেলে বোরহান উদ্দিন জানান, ঘটনার পরপর তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুই সপ্তাহ ধরে সাব-কন্ট্রেকটারের মাধ্যমে নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার পরে তাকে কেবিনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএসআই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।