ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণে প্রতিপক্ষের ধাক্কায় রুহুল আমিন (৭০) নামের এক বৃদ্ধে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে রামচন্দ্রপুর প্রকাশ ফন্ডারপাড় গ্রামের কবির হোসেনের ছেলে রাকিবের (১০) সঙ্গে রুহুল আমিনের নাতি আবিরের (৮) বাগবিতণ্ডা হয়। এ নিয়ে বেলা ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসময় প্রতিপক্ষ কবির ও তার ভাই লোকমানের ধাক্কায় রুহুল আমিন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।