অসহায় নারীর ২৪ বস্তা চাল ছিনতাই, স্বেচ্ছাসেবকদল নেতার নামে মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে ভিজিডির ২৪ চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্টি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটোয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন, সাতমাইলের সুরত আলীর ছেলে উজ্জ্বল হোসেন, নুর হোসেনের ছেলে সবিনুর, রশিদ মোল্লার ছেলে সাগরসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরও কয়েকজন গরিব অসহায় নারী। অভিযুক্তরা যশোর-সাতক্ষীরা সড়কের ইসমাইল চাতালের সামনে থেকে তাদের মারধর করে ২৪ বস্তা চাল ছিনিয়ে নেন।

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী। তবে অভিযুক্তদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সবুর মামলাটি তদন্ত করছেন। ১৫ বস্তা চাল এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে।

জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।