ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবকদল কর্মীকে কুপিয়ে জখম
পাবনার ঈশ্বরদীর পদ্মার দুর্গম চরে খাসজমি দখলকে কেন্দ্র করে তরিকুল ইসলাম শেখ (২৬) নামের এক স্বেচ্ছাসেবকদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে ১০টি বাড়িতে আগুন দেন বিএনপির কর্মীরা।
আহত তরিকুল ইসলাম উপজেলার চরকুড়লিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর পর্যন্ত দফায় দফায় অগ্নিকাণ্ড ও হামলা ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে কমপক্ষে ৪০-৪৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। লুটপাট হয় মালামাল।
বিএনপি নেতারা জানান, বুধবার দুপুরে স্বেচ্ছাসেবকদলের কর্মী তরিকুল ইসলাম ইসলাম শেখ পদ্মার দুর্গম চর তালবাড়িতে যায়। সেখানে তাকে একা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করেন। পরে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে তরিকুলের স্বজন ও বিএনপির কর্মীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেন।
বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামাণিক বলেন, তালবাড়িয়া চরে জমি দেখতে গেলে আওয়ামী লীগ নেতা আসাদুল মেম্বার, আলামিন প্রাং, আকুব্বার, শফি, আশিক, নাজিমসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তরিকুলের পায়ের রগ ও হাঁটু কেটে ফেলেন। বর্তমানে তরিকুল ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযুক্ত স্থানীয় ইউপি মেম্বার আসাদুল ইসলাম হামলার ঘটনাটি অস্বীকার করে বলেন, ৫ আগস্টের পর আমরা বাড়িছাড়া। তরিকুলের ওপর হামলার দায় আমাদের ওপর দিয়ে আমাদের অন্তত ১০টি বাড়িতে আগুন দিয়েছে। এখন শীতের দিনে আমাদের স্ত্রী-সন্তানরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, ওই এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা ও র্যাব সদস্যরা এলাকা টহল দিচ্ছেন।
শেখ মহসীন/এসআর/এএসএম