শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়ে গেছেন: দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪

বিএনপি ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুর মেডিকেল পূর্ব গেট এলাকায় জেলা বিএনপির এক সাংগঠনিক সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৬ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। দেশকে ডুবিয়ে পালিয়েছেন। বিএনপি মাঠে নেমেছে অবরুদ্ধ ও ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে।

বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত আনতে চান জানিয়ে দুদু বলেন, এ ধরনের দৃষ্টান্ত তৈরি করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের পুনঃপ্রতিষ্ঠা না হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা গণহত্যা, লুটপাট ও দেশ ধ্বংস করেছেন। সবকিছু নিশ্চিহ্ন করে দিয়ে গেছেন। না আছে টাকা, না আছে অগ্রগতি। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন। অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সবকিছু নিশ্চিহ্ন করে ফেলেছেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপিকে তৈরি হতে হবে। তারেক রহমান নতুন উদ্যোগ, ভাবনা ও চেতনা নিয়ে গত ১৬ বছর বিএনপিকে আন্দোলনের জন্য তৈরি করেছেন। এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং বিএনপিকে সুশৃঙ্খল ও মজবুত করার জন্য এই সাংগঠনিক সভার আহ্বান করেছেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

জিতু কবীর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।