সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪

সেলফি তোলার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনের ভেতর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাম্য শ্রীমঙ্গল উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা সুব্রত দে ও শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের ক্লার্ক রিতা দের ছেলে।

তার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

পুলিশ জানায়, সাম্য দে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে যায়। সিলেটগামী ট্রেনের একটি ইঞ্জিন বন অতিক্রম করার সময় সে ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে যায়। এসময় ইঞ্জিনের ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে সে। পাশে থাকা দর্শনার্থীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে বা কারো দায় থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।