সেন্টমার্টিন থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

সেন্টমার্টিন দ্বীপের উত্তরে সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল বাতেন।

তিনি বলেন, খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সমুদ্র সৈকতের পয়েন্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনা জানতে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনি কার্যক্রম করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।