পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪২ এএম, ১৯ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের পেকুয়ার টৈটং ইউনিয়নের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথার বটগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও ট্রাফিক পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়ার টৈটং ৭নং ওয়ার্ডের ধনিয়াকাটার মৃত সৈয়দুল আলমের ছেলে সিএনজিচালক মনিরুল মন্নান (২২), মগনামা সোনালী বাজার এলাকার বজল আহমদপর ছেলে আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারীর সমিতির হাট মধ্য মাদার্শার আলীশাহ ফকিরের বাড়ির মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আক্তার (২৯) ও তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান জাহেদুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কুয়াশাচ্ছন্ন সকালে পেকুয়া থেকে একটি নম্বরহীন সিএনজি অটোরিকশা যাত্রী বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল। পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের টৈটংয়ের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথা বটগাছ তলা এলাকায় একটি দ্রুতগামী ডাম্পট্রাকের (চট্ট মেট্রো-শ- ১১-৪৪৫৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। সিএনজিতে থাকা অপর দুই যাত্রীকে আশংকাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে শিশু জাহেদুলও মারা যায়। অপর যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ডাম্পারের চালক পলাতক রয়েছেন।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।