লটারিতে বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় ছেলে শিক্ষার্থীর নাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির ভর্তি তালিকায় এক ছেলে শিক্ষার্থীর নাম এসেছে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ভর্তি লটারির প্রথম ফলাফলের ওই তালিকায় দেখা যায়, প্রভাতি শাখার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার ৩০তম স্থানে ইংরেজিতে মো. মোস্তাফিজুর রহমান নামে এক ছেলে শিক্ষার্থীর নাম এসেছে। একই তালিকায় ওই শিক্ষার্থীর বাবার নাম রেজাউল মিয়া ও মায়ের নাম রুবি বেগম বলে উল্লেখ করা হয়েছে।

বালিকা বিদ্যালয়ে কেবলমাত্র মেয়েদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু বালিকা বিদ্যালয়ের লটারির ভর্তি তালিকায় একজন ছেলের নাম কীভাবে এলো তা নিয়ে জেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে কর্তৃপক্ষের অবহেলা বলছেন, আবার কেউ মনে করছেন ভর্তির তালিকা তৈরির সফটওয়্যার বা প্রক্রিয়ায় গলদ থাকতে পারে।

এ ব্যাপারে এই তালিকায় থাকা শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ওই শিক্ষার্থী আবেদনের সময় সরকারি বালক বিদ্যালয়ের জায়গায় বালিকায় ভুলক্রমে আবেদন করেছে। এছাড়া অনলাইনে আবেদন করে শিক্ষার্থীরা। যা ঢাকা থেকে লটারি হয়েছে, শিটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। তাই এ বিষয়ে আমাদের কোনো দায় নেই।

এ এইচ শামীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।