ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০২৪

১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। গঠন করা হয়েছে ৮টি উপ-কমিটি।

এদিকে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের টিএ রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, বেলাল উদ্দিন সরকার তুহিন, আসাদুজ্জামান শাহীন, জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ, যুবদল নেতা ভিপি তাজুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান, জেলা মহিলা দলের সভানেত্রী ইসমত আরা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমুখ।

জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম জানান, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। সর্বশেষ ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালে তৃণমূলের সকল কমিটি সম্পন্ন করে সকলের সহযোগিতায় আমরা একটি সফল সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো উনাকে যেন প্রধান অতিথি হিসেবে রাখতে পারি। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

তিনি বলেন, সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন উপ-কমিটি করে দেওয়া হবে। তারা সবাই সমন্বয় করে কাজ করবেন।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।