ইজতেমা ময়দান ছেড়েছেন সাদ অনুসারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ ডিসেম্বর ২০২৪

বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে বুধবার (১৮ ডিসেম্বর) সংঘর্ষের পর সরকারি নির্দেশনায় ইজতেমা ময়দান ত্যাগ করেছেন মাওলানা সাদ অনুসারীরা।

বুধবার ঢাকায় সরকারের ৫ উপদেষ্টার বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইজতেমা ময়দান থেকে সাদ অনুসারীদের ময়দান ত্যাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকেই বুধবার বিকেল তিনটা থেকে ইজতেমা ময়দান দখলে রাখা মাওলানা সাদ অনুসারীরা গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। তারা বাস, ট্রাক, ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন যানবাহনে করে ময়দান ত্যাগ করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করে ২০ ডিসেম্বর থেকে তাদের পাঁচ দিনের জোড় ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সরকারি সিদ্ধান্তে তারা বুধবার বিকেল থেকেই ময়দান ত্যাগ করতে থাকেন। রাত ৯টার মধ্যেই পুরো ইজতেমা ময়দান খালি করে মাওলানা সাদ অনুসারীরা ময়দান ত্যাগ করে গন্তব্যে চলে যান। ময়দান ত্যাগ করার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদ অনুসারীদের নিরাপত্তা প্রদান করে।

গাজীপুর

জানা গেছে, ইজতেমা ময়দানের ভেতরে হোগলা, চাটাই, বাঁশসহ বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইজতেমা ময়দানের প্রবেশ গেটসমূহ তালাবদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কাউকে ইজতেমা ময়দানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ইজতেমা ময়দান এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা বিধানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।