নাটোরে দিনের বেলায় শিয়ালের আক্রমণ, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা কাচারিপাড়ার কৃষক শরৎচন্দ্র দাস। শীতের সকালে নিজ বসতবাড়িতে রোদ পোহাচ্ছিলেন। এ অবস্থায় হঠাৎ একটি শিয়াল তার ওপর আক্রমণ করে।

তার শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করে। শরৎচন্দ্রকে উদ্ধার করতে এগিয়ে গেলে ফিরোজ (৪০) নামের আরও এক কৃষক আক্রমণের শিকার হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় আহত দুই কৃষককে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। মানুষ আক্রমণের শিকার হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামাল ভূইয়া বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।