বিষ দিয়ে মারা হলো ১০ একর প্রকল্পের মাছ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ একর মৎস্য প্রকল্প বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই প্রকল্পের সব মাছ মারা গেছে। প্রকল্পে রুই, কালিবাইশ, মৃগেল, কার্প জাতীয় মাছ চাষ করা হতো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকায় লিজা এন্টারপ্রাইজের মালিকানাধীন ১০ একর আয়তনের মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে।

প্রকল্পের সত্ত্বাধিকারী ইমাম উদ্দিন বলেন, আমার প্রকল্পে কার্প জাতীয় বিভিন্ন মাছ চাষ করে আসছিলাম। মঙ্গলবার রাতের আঁধারে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। পুঁজি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ৭ লাখ টাকার মাছ মারা গেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রকল্পে বিষ ঢেলে মাছ মারা যাওয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।