টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ, ইমাম-মোয়াজ্জিন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুরের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।

এরমধ্যে নিহত সিরাজী কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। আর হাবিবুর একই মসজিদের ইমাম। এছাড়া তারা বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরে আজান দেওয়ার জন্য মাদরাসা থেকে তারা মোটরসাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।