চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দুই তরুণ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ আলি (১৭) ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী জাগো নিউজকে বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এলাকায় খেলাধুলার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার রাতে ছিল সেই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন যুবকের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে বাড়ি ফেরার পথে ৬ জনকে ছুরিকাঘাত করে একটি পক্ষ। এর মধ্যে দুইজন মারা গেছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, আমাদের কাছে মোট তিনজন এসেছিল। দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। আর সুমন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে। আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে এই দ্বন্দ্বে জড়িয়েছে যুবকরা। এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ৬ জন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোহান মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।