তালাবদ্ধ ঘরে আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৮ ডিসেম্বর ২০২৪

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই বসতবাড়ির ৭টি টিনশেড ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় আগুন লাগে।

মৃত শিশু মিরাজ (৭) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। তারা টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার লতা বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষে বসবাস করতো।

নিহতের স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মিরাজের বাবা রিকশাচালক খুরশিদ আলম টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে শিশু মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার শেষে তাদের নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে এলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।