বটুলি শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশন দিয়ে ১৮ দিন পর আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ থেকে সাতটি ট্রাকে বোর্ড রপ্তানি এবং দুই টন সাতকরা আমদানির মাধ্যমে স্টেশনটির কার্যক্রম সচল হয়।

শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে ভারতে স্থানীয় ইসকন সংগঠনের বিক্ষোভের জেরে ২৭ ও ২৮ নভেম্বর থেকে বটুলিসহ পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে দুটি শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত অব্যাহত আছে।

মেসার্স আবুল কালামের মালিক শামিম আহমদ বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমদানি-রপ্তানি চালু করা গেছে। যদিও দেশের অন্যান্য সীমান্তে এটি চালু করা যায়নি। আশা করি আমাদের সীমান্তে সমস্যা হবে না। তারপরও কিছু ঝুঁকি থেকে যায়।

বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষ বিশ্বাস বলেন, ১৪ ডিসেম্বর সীমান্তের ওপারের (ভারতের) রাঘনা বাজার শুল্ক স্টেশনের কর্মকর্তারা আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো বাধা নেই বলে সংকেত দেন। এর পরিপ্রেক্ষিতে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়। বটুলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুধু ভারতীয় নাগরিকরা যাতায়াত করতে পারেন। বাংলাদেশিরা এ চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণের ভিসা পান না। আমদানি-রপ্তানি এত দিন বন্ধ থাকলেও যাত্রীদের যাতায়াতে কোনো ব্যাঘাত ঘটেনি।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।