হাতকড়া লাগানো অবস্থায় যুবকের গানের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

হাতে হাতকড়া, হাসপাতালের জরুরি বিভাগের রুমে বসে অটোরিকশা চুরির অভিযোগে আটক যুবকের গানেরে এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে।

এর আগে, হামিন্দপুর কৈপাড়া এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটকের পর গণধোলায় দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। পরে হাতকড়া লাগিয়ে তাকে হাসপাতালে নেয় সাদুল্লাপুর থানা পুলিশ।

এরপর যুবককে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসারের রুমে নিয়ে বসানো হয়। সেখানে ওই যুবকের কণ্ঠে গান শোনেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জনসহ দুই পুলিশ সদস্য।

১ মিনিট ৩১ সেকেন্ডের গানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন।

এ এইচ শামীম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।