স্ত্রীকে খুন করে মরদেহের পাশে শুয়েছিলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছুরিকাঘাতে স্ত্রী রিনা আক্তারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. নাহিদ হোসেনের (২৬) বিরুদ্ধে। মরদেহের পাশ থেকে অচেতন অবস্থায় পাওয়া গেছে তাকে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সোনাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, মো. নাহিদ হোসেন অতিরিক্ত ঘুমের অষুধ খেয়ে নেশাগ্রস্ত ছিলেন। তাকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত রিনা আক্তার পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়ির নাদু মিয়ার মেয়ে। অন্যদিকে মো. নাহিদ হোসেন খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারের লোকজন জানান, পাঁচ বছর আগে নাহিদের সঙ্গে রিনাকে বিয়ে দেওয়া হয়। তারা চট্টগ্রামে বসবাস করতেন। দু’সপ্তাহ আগে হাতিয়ায় বেড়াতে আসেন। নেশাগ্রস্ত নাহিদ টাকার জন্য রিনাকে প্রায়ই মারধর করতেন। সোমবার রাতে নেশার ট্যাবলেট খেয়ে এসে রিনার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে রিনার বুকে ছুরিকাঘাত করে তার পাশেই শুয়ে ছিলেন নাহিদ।

সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বলেন, খবর পেয়ে আশপাশের লোকজন এসে ঘাতক নাহিদকে আটক করে পুলিশে খবর দেয়। নাহিদ অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছে বলে পুলিশকে জানিয়েছে। এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, পুলিশ আসামি নাহিদ হোসেনকে আটক করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী মামলা রুজু করা হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।