বিজয় দিবসে উন্মুক্ত রাখা হলো যুদ্ধ জাহাজ বানৌজা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মোংলায় নৌ অঞ্চলে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজয় দিবসে উম্মুক্ত রাখা হলো যুদ্ধ জাহাজ বানৌজা

পরে মোংলার দিগরাজ নেভাল বার্থে যুদ্ধ জাহাজ বানৌজা তুরাগ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা।

আবু হোসাইন সুমন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।