সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক দুই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৩ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪
অভিযুক্তদের কাছে থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোখলেস মোল্লার ছেলে নাঈম (২৩) এবং একই উপজেলার শেখ শাহাদাত হোসেনের স্ত্রী সুমা আক্তার (২৪)।

ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গোপন সংবাদে জানতে পারি একটি চক্র অবৈধ অস্ত্রসহ নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজার ঢাকাগামী লেনে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশিকালে তিশা পরিবহনের এক বাসে যাত্রীদের তল্লাশির সময় দুজনের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মো. আকাশ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।