গাজীপুরে জামায়াতের বিশাল বিজয় র‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে এই র‌্যালি হয়।

র‌্যালিটি মহানগরের শিববাড়ি মোড় এলাকা থেকে শুরু করে জয়দেবপুর বাজার ও প্রেস ক্লাব, মহিলা কলেজ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান।

শিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমির সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাড. সাদেকুজ্জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী, মহানগরের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, মহানগর নায়েবে আমির আবজাল হোসাইন প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।