টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মহান বিজয় দিবসের দিন সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে এই মিছিল হয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান এতে নেতৃত্ব দিন। মিছিলে অংশ নেন ১১ জন। এসময় তারা নানান স্লোগান দেন।

পরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল ফকির, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, বর্ণি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লা, কুশলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন।

আশিক জামান অভি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।