জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনেকেই। পরে পরিদর্শন বইয়ে সই করেন তারা।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/এমএমএআর/জেআইএম